বহরমপুরের স্কুলছাত্র অর্ঘ্য অসাধারণ ছাদ বাগান নিজের হাতে তৈরি করেছেন।গ্রিলের এক অসাধারণ নতুন একটি আইডিয়া এই ভিডিও থেকে পাবেন। বাগান করা দিনে দিনে আমাদের কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। একটা বাগান দেখে আমরা আরো অনেক বাগান খুব তাড়াতাড়ি তৈরি করতে পারছি।কার বাগানে কি গাছ কার বাগানে কি খাবার দেয়া হয় কার বাগানে কিভাবে সাজানো হচ্ছে বা সে কি খাবার জল মাটি ব্যবহার করছেন সবকিছু আমরা দুপুর একটায় জানতে পারছি। এই ছাদ বাগান টিও দেখলে আপনার মনেই হবে যে কত সাধারন কত সহজ ভাবে এই বাগান করা হচ্ছে। আমরা যারা জৈব ভাবে বাগান করি প্রতিটা মানুষ ছাদের উপরে নানা ধরনের কাজ করে থাকি।হাড়ের গুঁড়ো সিং কুচি সরিষার খোল বাদাম খোল তার সাথে সাথে সবজি পচা তরল সার ভার্মিকম্পোস্ট এগুলো সবকিছুই ব্যবহার করি ছাদ বাগানের জন্য।তবে আমরা রায়ের সৈনিক ব্যবহার করতে পারি যেমন বিভিন্ন ধরনের কীটনাশক এনপিকে বিভিন্ন ধরনের ফাংগিসাইড ভিটামিন প্লান্ট গ্রোথ রেগুলাতর যেমন মিরাকুলান এগুলি আমরা যদি পাতায় ব্যবহার করি গাছের পাতাতে তাহলে কোন রকম গাছে অসুবিধা হবে না।তবে অনেক মানুষ আছেন তারা 15 দিন কুড়ি দিন ছাড়া গাছের ডিএপি ব্যবহার করেন বা ইউরিয়া পটাশ এই সবকিছুই ব্যবহার করেন। তাই আপনারা কোন রকম চিন্তা বা টেনশন না করে সুন্দর একটি বাগান তৈরি করতেই পারেন। রোজ যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনাকে কোন রকম অন্য কোন চ্যানেল বা কোন অসুবিধা বাগান সংক্রান্ত হবে না গ্রিলফ্রেন্ডস চ্যানেলে যেমন ছাদ বাগান নার্সারি পরিদর্শন গাছের দোকান খাবারের দোকান বা নানা রকম মাটির কীটনাশক কোথায় পাবেন বা কিভাবে বাগান সাজাবেন সবকিছু দুপুর একটায় তুলে ধরা হয়। এই ছাদ বাগানে যেমন গোলাপ জবা টগর করবি শিউলি বিভিন্ন ধরনের ক্যাকটাস সাথে লেবু গাছ আরো অনেক অনেক গাছ তৈরি করেছেন।রাস্তার ধার থেকে একটি সুন্দর টগর গাছ তুলে নিয়েছে তাকে প্রতিস্থাপন করে এত সুন্দর গ্রুপ তৈরি করার চেষ্টা চলছে আপনারা দেখলে অভিভূত হবেন। এরপর বলে রাখি স্কুল পড়ুয়া দের যে সমস্ত ভিডিও গুলো আসে প্রতিটা ভিডিও খুব সুন্দর করে আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে আরো অনেক অনেক স্টুডেন্ট আমাদের এই ছাদ বাগানের মধ্যে যুক্ত হতে পারেন আপনারাও সহজভাবে বাগান করুনার ভিডিও পাঠান একমাত্র গ্রীন ফ্রেন্ডস কে। গাছ বাঁচাতে বা কাজ ভালো রাখতে গেলে একমাত্র পথ অবলম্বন করা দরকার ববের মাটির ড্রেনেজ ব্যবস্থা যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো করা হয় যে কোন গাছের জন্য খুব ভালো একটি গ্রোথ গাছে পেতে পারে খাবারের কোন প্রবলেম হবেনা পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে খাবার যদি মাসে দুবার দেওয়া হয় তাতেই যথেষ্ট।রোজ দুপুরে একটাই নতুন ভিডিও থাকে আপনাদের জন্য গ্রীন ফ্রেন্ডস এর পর্দায় আপনারা ফলো করুন আর একটা দুটো ভিডিও দেখে কমেন্ট করবেন না বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া আছে প্রায় সাড়ে 300 ভিডিও গ্রীন ফ্রেন্ডস আপনারা দেখতে পাবেন ফলো করুন সবকিছু সঠিকভাবে বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আগামীকাল আবার কোন নতুন ছাদ বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি।
Video Rating: / 5

Video Rating: / 5

বহরমপুরের স্কুলছাত্র অর্ঘ্য নিজের হাতে অসাধারণ ছাদ বাগান তৈরি করেছেন/Rooftop Garden in Berhampur/

About The Author
-

32 Comments