Pomegranates in My Rooftop Garden. আমার ছাদ বাগানে ডালিম।
আনার বা ডালিম আমাদের সবাই পরিচিত একটি ফল।আমরা কোথাও বেরাতে গেলে বা রুগী দেখতে গেলে ফল নির্বাচনের তালিকায় প্রথমই আনারকে রাখি। কারন এটি একটি অত্যন্ত পুষ্টি মান সমৃদ্ধ ফল।
আমাদের দেশে এখন পর্যন্ত তেমন ভাবে এর বানিজ্যিক চাষ হচ্ছে না। বা ভাল জাত ও পাওয়া যায় না।
আমার কাছে অস্ট্রেলিয়া আর পাকিস্তানি ২ টা ভাল জাতের আনার আছে।যা খেতে অনেক মিষ্টি ও বীজ অনেক নরম।আমি ছাদ বাগানে এর চাষ করে থাকি।আমার পারিবারিক চাহিদা এর থেকেই পূরণ হয়।বাজার থেকে কখন আমি আনার ফল কিনে আনি না। আপনার ও ইচ্ছা করলে ২টা গাছ ছাদে রোপন করলে আপনাদের চাহিদা পূরণ করতে পারেন।আনার গাছে বৎসরে ২বার ফল আসে।
ফলন খুব ভাল হয়।ভাল জাত দেখে আপনারাও আপনাদের ছাদে এই ফলটি চাষ করতে পারেন।

আমার ভিডিও ভাল লাগলে pls Subscribe করুন।অন্যকে Subscribe করতে উৎসাহী করুন।
চলুন আমরা সবাই আমাদের বাসা বাড়ির ছাদ গুলিকে গাছ লাগিয়ে সবুজ ভরে তুলি আর পরিবেশ বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করি ধন্যবাদ।
Video Rating: / 5

Pomegranates in My Rooftop Garden. আমার ছাদ বাগানে ডালিম।

About The Author
-

20 Comments