Pomegranates in My Rooftop Garden. আমার ছাদ বাগানে ডালিম।
আনার বা ডালিম আমাদের সবাই পরিচিত একটি ফল।আমরা কোথাও বেরাতে গেলে বা রুগী দেখতে গেলে ফল নির্বাচনের তালিকায় প্রথমই আনারকে রাখি। কারন এটি একটি অত্যন্ত পুষ্টি মান সমৃদ্ধ ফল।
আমাদের দেশে এখন পর্যন্ত তেমন ভাবে এর বানিজ্যিক চাষ হচ্ছে না। বা ভাল জাত ও পাওয়া যায় না।
আমার কাছে অস্ট্রেলিয়া আর পাকিস্তানি ২ টা ভাল জাতের আনার আছে।যা খেতে অনেক মিষ্টি ও বীজ অনেক নরম।আমি ছাদ বাগানে এর চাষ করে থাকি।আমার পারিবারিক চাহিদা এর থেকেই পূরণ হয়।বাজার থেকে কখন আমি আনার ফল কিনে আনি না। আপনার ও ইচ্ছা করলে ২টা গাছ ছাদে রোপন করলে আপনাদের চাহিদা পূরণ করতে পারেন।আনার গাছে বৎসরে ২বার ফল আসে।
ফলন খুব ভাল হয়।ভাল জাত দেখে আপনারাও আপনাদের ছাদে এই ফলটি চাষ করতে পারেন।
আমার ভিডিও ভাল লাগলে pls Subscribe করুন।অন্যকে Subscribe করতে উৎসাহী করুন।
চলুন আমরা সবাই আমাদের বাসা বাড়ির ছাদ গুলিকে গাছ লাগিয়ে সবুজ ভরে তুলি আর পরিবেশ বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করি ধন্যবাদ।
Video Rating: / 5
খুব সুন্দর হয়েছে ।
পতিদিন এক বার পানি দিলে হবে
ধন্যবাদ
@Roaftop garden vai plzz bolen ai cara koi pabo
Amar 20ta kolom lagbey apnar ki achey?
Anar er cara ki apnar kachey achey?dam koto?
সম্পুন্ন ভিডীওটা দেখলাম ভাইয়া খুবই ভাল লাগল
য়ারা বারি ১ মালটা কমলা আম লিচু থাইপোয়ারা রামভুটান দরিএন সরিফা বেদেনা লেবু ডাগন হাইবিরিট নারকেল কলা পেপে বাগান করলে আমাদের সাতে য়োগক করবেন ০১৭৭৮৮২১৮৭৬
মাশা আল্লাহ
Dada apni Kolkata te thakle.Amra West Bengal e apnaka miss Kori.Amader kau aram guide korar nai.
এই অস্টেলিয়ান ডালিমের কলমের চারার দাম কত??
একটা একটা ভিডিও এবং ডালি ভরা উপদেশ বানি ।
এইজন্য বিশেষ ধন্যবাদ বস।
Dramer mati change korar bisoye kisu bolen.mane kotodin por r koto tuku mati uthate hobe r kivabe.ai bisoyer upor akta vedio banale upokar hoto
ভাই ঢাকার মধ্যে ভালো চারা পাওয়া যাবে এমন নার্সারির location জানান please 🙂
মামুন ভাই, আপনার বাগানে দেখেছি আনারে গাছ পূর্ণ। যেমন সেরা জাত, তেমনি আনার বা অন্যান্য ফল উৎপাদনে আপনি একজন দক্ষ। আপনার দুইটি আনারই সেরা জাতের। সবার জন্য লোভনীয়
ভালো জাত চিনবো কি ভাবে ?আপনার কাছে কি ভালো চারা আছে যদি থাকে তাহলে আমি দুই টি চারা নিবো ,দাম জানাবেন.
স্যার কিভাবে পেতে পারি চারা??
গাছে ফুল এসে ঝরে জায়। কি করব এক তু বলেন
স্যার ডালিম এর কলম চারা যদি বিক্রি করেন
Sir , Can i visit your Orchard ??