
সুপ্রিয় বন্ধুগন
টবে মাল্টা চাষ (Malta in Roof Garden) Bangla নামক ভিডিওটিতে দেখানো হয়েছে ছাদে টব বা ড্রামে মাল্টা চাষ পদ্ধতি সটম্পর্কে। মাল্টা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর একটি ফল। বেশ কয়েক বছর যাবত বাংলাদেশে মাল্টার কয়েকটি জাত চাষ করা হচ্ছে এবং ফলনও বেশ ভাল হচ্ছে। মাল্টা মূলত সাইট্রাস জাতীয় একটি ফল। মাল্টা মাঝারী বা বড় সাইজের টবে বা ড্রামে দোআশ বা বেলে দোআশ মাটিতে ভালো জন্মে। গাছটি লাগানোর পর নিয়মিত ও পরিমিত পানি সেচ দিতে হয়। আশঅনুরুপ ফলনের জন্য গাছের চাহিদা বুঝে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হয়। বাসার রান্নাঘরের উচ্ছিষ্ট হতে সহজেই আপনি জৈব সার তৈরী করে গাছের পুষ্টির চাহিদার বেশির ভাগটাই পূরণ করতে পারেন। সরিষার খৈল পচিয়ে জৈব সার তৈরী করে টবের মাল্টা গাছে প্রয়োগে ভাল ফলাফল পাওয়া যায়। সরিষার খৈলের জৈব সার শুধু মাত্র মাল্টা গাছ নয় বরং যেকোন টবের গাছের জন্য খুবই উপকারী। সুতরাং এই সহজলভ্য জৈব সারটি তরল বা গুড়ো হিসাবে প্রতি ১৫-২০ দিন পর পর মাল্টা গাছে প্রয়োগ করা যায়। পানি কমবেশি হলে গাছের ফুল-ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বিষয়টি খেয়াল রাখতে হয়। অন্যান্য সাইট্রাস জাতীয় গাছের মত মাল্টা গাছেও কমন কিছু রোগ ব্যধি হয় যেমন-লিফ মাইনার, ক্যাঙ্কার, এনথ্রাক্স উল্লেখযোগ্য। রোগের আক্রমন দেখাগেলে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হয়। আশা করি টবে মাল্টা চাষ পদ্ধতির এই ভিডিওটি আপনার কাজে লাগবে।
#মাল্টা
#মাল্টাচাষ
#টবেমাল্টাচাষ
#ছাদেমাল্টাচাষ
#টবেমাল্টাচাষপদ্ধতি
#ছাদেমাল্টাচাষপদ্ধতি
#মাল্টাচাষপদ্ধতি
#Malta
#Malta in roof garden
#Malta cultivation in roof garden
#Malta in pot
#Malta cultivation
টবে মাল্টা চাষ (Malta in Roof Garden) Bangla নামক ভিডিওটিতে দেখানো হয়েছে ছাদে টব বা ড্রামে মাল্টা চাষ পদ্ধতি সটম্পর্কে। মাল্টা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর একটি ফল। বেশ কয়েক বছর যাবত বাংলাদেশে মাল্টার কয়েকটি জাত চাষ করা হচ্ছে এবং ফলনও বেশ ভাল হচ্ছে। মাল্টা মূলত সাইট্রাস জাতীয় একটি ফল। মাল্টা মাঝারী বা বড় সাইজের টবে বা ড্রামে দোআশ বা বেলে দোআশ মাটিতে ভালো জন্মে।
মাশা আল্লাহ
খুবই সুন্দর উপস্থাপন।
আমি আপনার সাবস্ক্রাইবার
আমার ছাদে চারটি মাল্টা গাছে
ফুল এসেছে, আগে ফুল ঝড়েছে এখন
গুটিগুলো প্রত্যেকদিন ঝরে পড়তেছে,
এই ব্যাপারে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে বিস্তারিত
যত্ন বা পরি চর্চা সমন্ধে বলেছি, গুটি ঝরে পড়ার প্রতিকার সমন্ধে বললে আমি উপকৃত হবো।
Thanks for this nice and informative video.
মালটা কি ভারতে চাষ করা যাবে।ধন্যবাদ
Which type of malta is suitable to cultivate in pot/roo
জাদের এই জাতের মাল্টা র প্রয়োজন তারা হাজী আবুল কাশেম র সাথে যোগাযোগ করুন 01730915260
Nice
ভাইয়া আমি বুরুন সার কোথায় পাব?আমার কাছে পেকেট জৈব সার আছে। কি ভাবে বেবহ্যার করব বললেন নাত?
ভাইয়া আমার লেবু গাছের গুরায় পিপরা ধরেছে। কি করব এখন?
ভাইয়া আমিও অপেক্ষা করছি আমার মালটা গাছে ধরবে।ইনসাআললাহ