প্রিয় বন্ধরা,
আসসালামু আলাইকুম………
আজকের ভিডিওটিতে আলোচনা করেছি টবে আমচাষ পদ্ধতি নিয়ে। ভালো জাতের কলমের আমের চারা টবে রোপন করার পর সঠিক পরিচর্যা করা হলে অল্প সময়ে আম পাওয়া যায়। ছাদে টবে বা ড্রামে সহজে আমচাষ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওটি। আম চাষ বিষয়ক বিভিন্ন অংশ আমি কয়েকটি ধাপে বা পর্বে আলোচনা করবো। ভাল জাতের আমের কলমের চারা সংগ্রহ করে বড় সাইজের টব অথবা হাফ ড্রামে যথাযথ উপায়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। ছাদ বাগানের জন্য আদর্শ প্রক্রিয়ায় তৈরী করা মাটি বা কোকোপিট দিয়ে অর্গানিক পদ্ধতিতে তৈরী করা মাটি দিয়ে টব বা ড্রাম ভরাট করে আমের কলমের চারাটি রোপন করে ৭-৮ ঘন্টা রোদ থাকে এমন স্থানে রাখতে হবে। ছাদে টবে বা ড্রামে আমের ভাল ফলন পেতে নিয়মিত ও পানি সেচ ও পরিমিত সার প্রয়োগ করতে হবে। মুকুল আসার আগে পরে যথাযথ পরিচর্যা করতে হবে। গুটি হওয়ার পর যত্ন নিতে হবে। তবেই ভাল ফলন পাওয়া যাবে।
আজকে ছাদে টবে বা ড্রামে আম চাষের প্রথম পর্ব উপস্থাপন করলাম। আশা করি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। সম্পুর্ন ভিডিওটি দেখার আমন্ত্রন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
#আম
#আমচাষ
#টবেআমচাষপদ্ধতি
#আমচাষপদ্ধতি
#টবেআম
#টবেআমচাষ
#ছাদবাগানে আমচাষ
#ছাদে আম চাষ
#mango
#mango in roof garden
#mango cultivation
#mango in pot
Video Rating: / 5
আজকের ভিডিওটিতে আলোচনা করেছি টবে আমচাষ পদ্ধতি নিয়ে। ভালো জাতের কলমের আমের চারা টবে রোপন করার পর সঠিক পরিচর্যা করা হলে অল্প সময়ে আম পাওয়া যায়। এনিয়েই আজকের ভিডিওটি। আম চাষ বিষয়ক বিভিন্ন অংশ আমি কয়েকটি ধাপে বা পর্বে আলোচনা করবো। আজকে প্রথম পর্ব উপস্থাপন করলাম। আশা করি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। সম্পুর্ন ভিডিওটি দেখার আমন্ত্রন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
ভালো জাতের ও কলমের গাছ কিনা কিকরে বুঝব?চার বছরের গাছেও একবার মুকুল আসে নি কেন?
আজকের ভিডিওটি অনেক দরকার ছিল।ধন্যবাদ
Good to see and useful video
14" টবে গাছ লাগানোর পর দেখা যাচ্ছে টবে জল দেওয়ার পর তা টবের নীচে দিয়ে বেরোচ্ছে না.. টবের মাটি সবসময় ভিজে রয়েছে.. কি করা উচিৎ
#AGROPLAZA.IN
আমার ড্রামের আম গাছে মাত্র দুইটা ডালে ফুল আসছে। কিন্তু অনেকের গাছে দেখি গাছ ভর্তি ফুল। আমার গাছে বেশি ফুল আনার উপায় কি
Vai amar banana mango gaser koy akti pata moriye gase ki korbo gas ropon korar 5 din holo
ভাই গাছে প্রথম বার মুকুল আসলে মুকুল ভাংতে হবে না গুটি ভাংতে হবে
ভাইয়া আমি ভেলকেনিতে ৫ টা এলোভেরা গাছ লাগিয়েছি। এক একটি চারার সাথে ৩,৪টা চারা গজাইছে নিয়মিত কয়েকদিন পর পর ভিতর থেকে পাতা গজায়।
মাটি প্রস্তুত করেছি
৩ ভাগ মাটি
১ ভাগ বালি
১ ভাগ গোবর
আবার গাছ লাগানোর কয়দিন পর চা পাতা আলুর খোসা
আর কিছুই দেই না।
আজকে গাছের টবের মাটি খুঁচিয়ে আলগা করতে গিয়ে দেখি মাটির ভিতরে
কান চ্যালা মাঝারী সাইজে ২ দিনে দুইটা পাইছি।
আমার আম্মু যদি জানে সব গাছ ফেলে দিবে।
এগুলা আমার শখের গাছ।।
সমাধান দিন।।
এই কান চ্যালা কি বংশ বিস্তার করে।
এগুলা থেকে কি করে প্রতিকার পাবো।
প্লিজ জানাবেন।।
আম লিচু গাছের পাতা নিচ থেকে সুকিয়ে জাচ্ছে কি করবো?
আমার আম গাছের পাতার কিনারা গুলো শুকিয়ে যাচ্ছে … কি করতে পারি…?
Excellet and waiting for next video of the series.
দীর্ঘ দিন পরে আপনার একটা ভিডিও পেলাম আছ অসাধারণ
ভাইয়া লেবু গাছ নিয়ে এতটা ভিডিও বানাবেন
ধন্যবাদ