ছাদে মাল্টা বাগান!!!।। ছাদ কৃষি Malta at rooftop. Roof gardening

অপরিকল্পিত নগরায়নের ফলে ক্রমশই হারিয়ে যাচ্ছে বৃক্ষতলের শীতল ছায়া। ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। তেমনই একজন মানুষ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম খলিলুর রহমান।
রংপুর মহানগরীতে বাড়ির ছাদে শৌখিন চাষি খলিলুর রহমান মাল্টা চাষ শুরু করেছেন তিন বছর হলো। দৃষ্টিনন্দন হলদে-সবুজ বিদেশি ফল মাল্টায় চোখ আটকে যাচ্ছে বাগান পরিদর্শকদের।
রংপুর মহানগরীর গোমস্তাপাড়ায় তার বাড়ির ছাদে রেলিংয়ে ঝুলছে হলদে-সবুজ মাল্টা। তিনি জানান, ৩ বছরে তার গাছে মাল্টা ধরতে শুরু করেছে। ফলনও ভালো। প্রতি গাছে ৩০-৪০টা করে মাল্টা ধরেছে।

ছাদে মাল্টা বাগান!!!।। ছাদ কৃষি Malta at rooftop. Roof gardening

About The Author
-

9 Comments